WestBengalBangla

Nov 27 2023, 11:30

*Today AFC CUP, Mohun Bagan Super Giant vs Odisha FC in Yuva Bharati.*

Sports News

KKNB : Despite a great start in the AFC Cup, Mohun Bagan is now in a bad situation, today they will play against Odisha FC in Yuva Bharati.The Mohun Bagan camp, however, is reluctant to go for such complicated figures. Their primary task is to win the remaining two matches. Just as numbers are a concern, Mohun Bagan's second concern is injuries. Ashiq Kurunian, Anwar Ali were in that list. Names of Manveer Singh, Dimitri Petratos also added recently. Manbir was in the national team. That's where the injury is. Petratos was injured in practice.

Pic Courtesy by: X

WestBengalBangla

Nov 27 2023, 10:15

*ফারাক্কায় ২৪ ঘন্টা বেসরকারি বাস ধর্মঘট,চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদ বিভিন্ন রুটে প্রতিদিন বেড়েই চলেছে বেআইনি গাড়ির সংখ্যা। ফলে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিভিন্ন রুটের অনুমোদিত বেসরকারি বাস মালিকদের। যে কারণে সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা।

যার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে অসুবিধার মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।আর সেই ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের ফারাক্কায়। বেসরকারি বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করছে।

যার ফলে যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারি বাস চললেও তাতে যাত্রীদের হুরাহুরি করে গাড়িতে উঠে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে।

WestBengalBangla

Nov 27 2023, 10:14

*জেলাস্তরে বিশেষ স্বীকৃতি ভায়োলিনবাদক রায়গঞ্জের আয়ুস্মিতার*

বিশেষ প্রতিবেদন

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আয়ুস্মিতা রায়ের সখ ছিল ইন্সট্রুমেন্টাল মিউজিকে। এবার সেই আয়ুস্মিতাকে সাফল্য এনে দিল জেলা স্তরে প্রতিযোগিতায়।সে রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারনী বিদ্যাপীঠে দশম শ্রেনীর ছাত্রী। গত ১০ই নভেম্বর রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চবিদ্যাচক্রে অনুষ্ঠিত হয় ৭ম উত্তর দিনাজপুর জেলা কলা উৎসব।

সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশ নেয়। তালিকায় নাম ছিল আয়ুস্মিতারো।ওই প্রতিযোগিতায় Instrumental Music Melodic (Female Catagory)-তে প্রথম হয়েছে সে। যাকে ঘিরে খুশীর আবহ পরিবারে। এবারে রাজ্যস্তরে অংশ নেবে জানাল সে।তার এই সাফল্যে খুশী পরিবারের সকলেই।

WestBengalBangla

Nov 27 2023, 09:22

*ইছামতী নদী রক্ষার্থে বিশেষ আরতি*

রাজ্য

উত্তর ২৪ পরগনা: কলকাতা পৌর নিগমের উদ্যোগে দেব দীপাবলিতে গঙ্গা আরতির আয়োজন করেছিল। সেই মতো ইছামতি নদীকে বাঁচাতে এবং তার গতিকে ধরে রাখতে ইছামতী নদীর যথার্থ সম্মান রক্ষার্থে ইছামতী আরতির উদ্যোগ নিল বসিরহাট পুরোহিতগণ।

তাদের উদ্দেশ্য-উত্তর ২৪ পরগনায় যত গ্রাম শহর আছে সব এই ইছামতি নদীর উপর নির্ভরশীল । তাই সেই ইছামতি নদিকে বাঁচাতে এই উদ্যোগ। এদিন এই সন্ধ্যা আরতি দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

WestBengalBangla

Nov 27 2023, 09:05

*রাস পূর্ণিমার পবিত্র দিনে দিঘার পূজার্চনা ও সমুদ্র স্নানে মাতোয়ারা পূর্ণার্থীরা*

দিঘা: আজ রাস পূর্ণিমা। হিন্দুধর্মের একটি পবিত্র দিন, পবিত্র তিথি। দিঘার সমুদ্রে পূণ্য স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়। নাচ, গান, কীর্তনে মাতোয়ারা ভক্তরা। পুণ্যার্থীদের সঙ্গেই আনন্দে মেতেছেন পর্যটকরা।

কার্তিক মাসের পূর্ণিমায় রাস পূর্ণিমা। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, হ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়।পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাঁকে ঘিরেই রাস। রাসের সঙ্গে নারী-পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি একেবারে যুক্ত। যাকে বলা হয় ‘হল্লীবক” নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে।

শ্রীকৃষ্ণ শারদপূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনাতটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাসভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। এক অসামান্য আনন্দ উৎসব।

সোমবার সকাল সকাল দিঘার বিভিন্ন ঘাটে পর্যটক থেকে পূর্ণার্থীদের ভীড় জমে উঠেছে। নাম সংকীর্তন ও দুই বাহু তুলে ভক্তদের নাচের মাধ্যমে দিনটি উদযাপন হয়। খোল করতালের সুরে সুরময় হয়ে উঠেছে সৈকত শহর।

WestBengalBangla

Nov 27 2023, 08:15

*শান্তিপুরে কোয়েম্বাটুরের আদি যোগীর আদলে পুজো মণ্ডপের উদ্বোধনে মদন মিত্র*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: আগামীকাল থেকে শুরু রাস উৎসব। রাজ্যের রাস উৎসবের বিখ্যাত নদীয়ার নবদ্বীপ ও শান্তিপুর। রবিবার থেকেই শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা শান্তিপুর বাসী। বিভিন্ন পুজো মণ্ডপ দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের জনজোয়ার বয়ে যাচ্ছে গোটা শান্তিপুরে।

এবছর রাস উৎসবে ৪১ তম বর্ষে কোয়েম্বাটুরের আদি যোগীর আদলে মন্ডপ সজ্জা। রবিবার সন্ধ্যায় এই পুজো মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও পুজো মণ্ডপ উদ্বোধনের মধ্যে দিয়ে ওলাভলি সহ গান গেয়ে মঞ্চ মাতালেন মদন মিত্র।

এরপূ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে খোঁচা দিয়ে মদন মিত্র বলেন,"আমি শান্তিপুর বাসীকে একটা কথাই বলবো বিজেপির মায়াজালে মজবেন না, ওরা হরিণ সেজে রাক্ষসের রূপ ধারণ করে। তৃণমূলের নকল করা ছাড়া ওদের আর কোন কাজ নেই।"

WestBengalBangla

Nov 27 2023, 08:14

*উত্তরদিনাজপুরে গারাম পুজো ও হিন্দু মুসলিমের সম্প্রীতির মিলন মেলা*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের মাধোভিটা গ্রামে এক মুসলিম ভক্তের উদ্যোগে হিন্দু ধর্মের মানুষের সহযোগিতায় অনুষ্ঠিত হল বাৎসরিক গারাম পুজো এবং হিন্দু মুসলিমের সম্প্রীতির মিলন মেলা।এই পুজো উপলক্ষ্যে এদিন নিষ্ঠার সঙ্গে বাৎসরিক গারাম ঠাকুর ও কালি পুজো হয়।

এই পুজোতে হিন্দু মুসলিম উভয়ের সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করেন। পুজোকে ঘিরে বসে একদিনের মিলন মেলা। আয়োজক কমিটির পক্ষে জানানো হয়,গ্রাম বাসীদের সুখ শান্তি এবং সম্প্রীতির মিলনের লক্ষ্যে প্রতি বছর সার্বজনীন গারাম পুজো এবং কালী পুজোর আয়োজন করা হয়।এছাড়াও একদিনের ভক্তের মিলন মেলার আয়োজন করা হয়।

WestBengalBangla

Nov 27 2023, 08:12

*রাশিফল* *সোমবার,২৭ নভেম্বর*

মেষ রাশি

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ ক্রাবেন।

প্রতিকার :পুরোনো ও ছেড়া বই বাড়ি থেকে সরিয়ে দিলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

বৃষভ রাশি

আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।

প্রতিকার : শরীর ভালো রাখার জন্য ওম বুং বুধায়ে নমঃ একই মন্ত্র টি দিনে ১১ বার দুবেলা করে জপ করুন।

মিথুন রাশি

আপনার ঝগড়াটে ব্যবহার জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে। পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এই রকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায় নি। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন।

প্রতিকার : শরীর ভালো রাখতে চাঁদের আলোয় ১৫-২০ মিনিট বসুন।

কর্কট রাশি

আধ্যাত্মিক চেতনার উত্থান কোন সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোন ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে। যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে। কোন শিশুর স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। প্রেমের জীবন গতিশীল হবে। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরী কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভাল হবে বলে মনে হচ্ছে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবনের জন্য বহমান জলে চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।

সিংহ রাশি

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন- কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলিই করুন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

কন্যা রাশি

স্বাস্হ্য সুন্দর থাকবে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। যদি আপনি নতুন কোন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন-তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন-কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে- আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন।

প্রতিকার : লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

তুলা রাশি

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। প্রেমের জীবন আশা আনবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্বিয় আস্তে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন।

প্রতিকার : বাড়ির অন্যান্য সদ্যস্য দের সুখ ও শান্তির জন্য শিবলিঙ্গে রোজ জল দিন।

বৃশ্চিক রাশি

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন- কারণ এটি অনেক উপকার করবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য।

প্রতিকার : আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে।

ধনু রাশি

আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্হ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ-সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন। তবে, আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন। ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।

প্রতিকার : সাদা চন্দনের তিলক লাগালে সুস্থ থাকতে সাহায্য করবে।

মকর রাশি

আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পড়লে ব্যবসা-বাণিজ্যের ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

কুম্ভ রাশি

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আজ আপনার ইচ্ছামত কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে একটি সুন্দর সময় কাটাবেন।

প্রতিকার : ব্যবসা ও কর্মে সাফল্যের জন্য জ্যোতি লিঙ্গের বারোটি নাম জপ করুন।

মীন রাশি

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার : ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ ১১ বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

WestBengalBangla

Nov 26 2023, 18:03

*ধর্মতলায় অমিত শাহের সভার সফল করার লক্ষ্যে বিজেপির পথসভা*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: আগামী ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সভা করবেন । সেই জনসভাকে সফল করার লক্ষ্যে বীরভূম রাজনগর মন্ডল বিজেপির পক্ষ থেকে রাজনগরের মদকান মোড় ও চৌরাস্তা মোড়ে পথসভা আয়োজিত হয়।

এই পথসভায় ধর্মতলার জনসভাকে সফল করার ডাক দিলেন বিজেপি নেতৃত্ব। সভায় বক্তারা বর্তমান তৃণমূল সরকারের বিভিন্ন অন্যায় কাজের সমালোচনা করেন।এই পথ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজনগর মন্ডল সভাপতি দেবাশীষ ভান্ডারী, ব্লক কনভেনার অনুপ গড়াই ,সাধারণ সম্পাদক সুমিত দত্ত ও যুধিষ্ঠির দাস , উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রণব দে সহ বিজেপির কর্মীরা।

WestBengalBangla

Nov 26 2023, 18:01

*ঝান্ডার সাথে ডান্ডা নিয়ে সোমবার খেজুরি ও তার পার্শ্ববর্তী এলাকা বন্ধ করে ভাইপোর পুলিশ সুপারকে ছোট সিগনাল আমি দেবো- শুভেন্দু*

মেচেদাঃ খেজুরির বিজেপির মন্ডল সভাপতিকে আদালতের নির্দেশ অমান্য করে গ্রেপ্তার করার প্রতিবাদে শনিবার রাতে মারিশদা থানায় ঢুকে পুলিশকে হুমকি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার বন্ধ ডেকেছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।সেই বন্ধ সফল করতে রবিবার মেচেদায় বিজেপি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, " খেজুরি সহ পার্শ্ববর্তী এলাকা ভাঙ্গাবেড়া, তেখালি সহ বিভিন্ন এলাকা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারতী জনতা পার্টির কর্মীরা ঝান্ডার সাথে ডান্ডা লাগিয়ে কালকে মাঠে থাকবে।ভাইপোর পোষ্য পুলিশ সুপার তাকে ছোট সিগনাল একটা দেবো।

আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা রয়েছে তার প্রস্তুতি সভা হিসাবে রবিবার মেচেদা ইস্কন মন্দির সংলগ্ন মাঠে বিজেপি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন।

তিনি এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা তাই এই জেলা থেকে বেশি সংখক মানুষের উপস্থিতি আহ্বান করছি।

এদিন ফিরহাদ হাকিমের পুলিশকে নিয়ে মন্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, এতদিন আমরা পুলিশের বিষয়ে অভিযোগ করে আসছিলাম। এখন তার দলের মন্ত্রীরাও অভিযোগ করছে। এর দ্বারা বোঝা যায় আমাদের অভিযোগ ভুল নয়।

পাশাপাশি রাজ্যের মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে তিনি বলেন, আমি বার বার বলেছিলাম মিড ডে মিলের পয়সা নিয়ে হেলিকপ্টার চড়ছে, চেক দিচ্ছেন, দুয়ারে সরকারের লিফলেট, কম্বল সহ বিভিন্ন জিনিস বিতরণ করেছেন। আমি এক বছর ধরে তথ্য প্রমান সংগ্রহ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে দিয়েছিলাম। সিবিআই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। এবার দেখ ঠেলা।।